Logo

 
সালোম
Logo

সালোম সম্পর্কে

স্বাধীনতা সংগ্রাম ও বার বার প্রাকৃতিক দূর্যোগের কারণে আশির দশকে দারিদ্রতা যেন বাংলাদেশকে আষ্টে-পিষ্টে জেঁকে ধরেছিল। যুক্ত মন্ডলী হিসাবে ‘চার্চ অব বাংলাদেশ’এর সদস্য সদস্যাদের অবস্থা ছিল দূর্বল।সাঁওতাল, গারোসহ অন্যান্য ক্ষুদ্র নৃতিাত্ত্বিক জনগোষ্ঠির অবস্থা ছিল আরও দূর্বল।বিশপ বার্ণবা দ্বীজেন মন্ডল পবিত্র বাইবেলের নাজারাত ঘোষণার আলোকে সেবা মূলক কর্মসূচীর মাধ্যমে ধর্ম বর্ণ নির্বেশেষে সকল দরীদ্র মানুষের কাছে সুখবর পৌঁছে দেওয়ার জন্য সমাজ উন্নয়ন কর্মসূচীর সূচনা করেন।স্বাধীনতার পর পরই রিলিফ কার্যক্রম শুরু হয়। কর্মসূচীর মধ্যে ছিল গৃহায়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা, দারিদ্র বিমোচন ইত্যাদি যা ১৯৭৬ সাল পর্যন্ত চার্চের সরাসরি তত্ত্বাবধানে চলে। ১৯৭৪ সালে শিক্ষা সেবা প্রদানের জন্য আবাসিক হোষ্টেল কার্যক্রম শুরু হয়। ১৯৭৬ সালে ‘সোস্যাল সার্ভিস কমিটি’ নামে একটি বিভাগ শুরু হয় যার প্রথম সমন্বয়কারী হিসাবে অষ্ট্রেলিয়ার মিঃ রবার্ট কাটলার দায়িত্ব পালন করেন।এই বিভাগের সমান্তরালে ‘চাইল্ড কেয়ার’ নামে আরেকটি বভাগ চালু হয়। ১৯৮৪ সালে Church of Bangladesh Social Development Programme (CBSDP)‘চার্চ অব বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(সিবিএসডিপি)’ নামে এনজিও ব্যুরোতে নিবন্ধনের জন্য আবেদন করে এবং নিবন্ধিত হয়। যার নিবন্ধন নম্বর হলো এনজিও ব্যুরো রেজি নং ডিএসডব্লিউ/এফডিও/আর-১৫৫। পরবর্তীতে মাইক্রো-ক্রেডিট রেগুলেটরী অথরিটি সার্টিফিকেট এর সার্টিফিকেট লাভ করে যার নম্বর হলো ‘মাইক্রো-ক্রেডিট রেগুলেটরী অথরিটি সার্টিফিকেট নং ০২৯৪৬-০৪১২৮-০০৫২৬’। অত্র অঞ্চলের নৃতাত্ত্বিক ক্ষুদ্র জসগোষ্ঠি সাঁওতালরা তাদের জমি জায়গা হারিয়ে বাংলাদেশের সবচেয়ে দরীদ্রতম জীবন যাপন করে।তাদের দারিদ্রতা হ্রাসের জন্য বিশপ বার্ণবা দ্বিজেন মন্ডল উদ্যোগ নেন। স্থানীয় প্রতিনিধি হিসাবে মিঃ হাবিল কিস্কু ও মিঃ ম্যানুয়েল সরেন ‘সোস্যাল সার্ভিস কমিটি’ এর কার্যক্রম তত্ত্বাবধানের বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৮৬ সালে মিঃ জন তরুন মন্ডলকে প্রকল্প ব্যাবস্থাপক হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং রাজশাহী ডেভেলপমেন্ট প্রজেক্ট(আরডিপি) নামে প্রকল্প শুরু হয়। বুলনপুর কোর্ট মিশনের মধ্যে প্রধাণ আঞ্চলিক কার্যালয় রেখে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় দরীদ্র জনগনের দারিদ্রতা নিরসনের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়ন করে। বর্তমানে সালোম SHALOM হিসাবে পরিচালিত হচ্ছে।

 

NGO সমূহ