- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) সম্পর্কে
এফপিএবি একটি অলাভজনক, অরাজনৈতি, স্বেচ্ছাসেবীমূলক অসরকারী সংস্থা। প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে এফপিএবি এ দেশের পথিকৃত। ১৯৫৩ সালে ২ মার্চ ঢাকা মেডিকেল কলেজের স্ত্রী রোগ বিষয়ের প্রফেসর ডা: হুমায়ের সাইদের নেতুত্বে তদানিত্বন এ দেশের কতিপয় সমাজসেবীর প্রচেষ্টায় এফপিএবি সৃষ্টি হয়। এফপিএবি প্রতিষ্ঠার পর থেকে মরহুম আলমগীর এম এ কবির, অধ্যাপক ডা: মো: ইব্রাহীম, ডা: ক্যাপটেন আবুল কাসেম, ডা: সৈয়দ এ কে এম হাফিজুর রহমান, এম শামসুল ইসলাম, শহীদ মো: ময়েজউদ্দীন, কাজী আনিসরি রহমান, ডা: নিলিমা ইব্রাহীম প্রমুখ অনেক বিশিষ্ট ব্যক্তি এফপিএবি’র কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। জনাব মো. মাসুদুর রহমান এফপিএবি’র বর্তমান সভাপতি।
এফপিএবি আন্তর্জাতিক সংস্থা International Planned Parenthood Federation (IPPF) এর সক্রিয় সদস্য। ১৯৫৪ সালে IPPF এর স্বীকৃতি লাভের পর থেকে অদ্যাবধি এফপিএবি কর্মদক্ষতার মাধ্যমে তার সদস্যপদ অব্যাহত রেখেছে। IPPF এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি দেশ।
এফপিএবি রাজশাহী শাখা প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। এফপিএবি’র রাজশাহী শাখার কার্যনির্বাহী পরিষদের বর্তমান সভাপতি জনাব প্রদীপ মৃধা।
ভিশনঃ
বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন করা।
এফপিএবি একটি অলাভজনক, অরাজনৈতি, স্বেচ্ছাসেবীমূলক অসরকারী সংস্থা। প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে এফপিএবি এ দেশের পথিকৃত। ১৯৫৩ সালে ২ মার্চ ঢাকা মেডিকেল কলেজের স্ত্রী রোগ বিষয়ের প্রফেসর ডা: হুমায়ের সাইদের নেতুত্বে তদানিত্বন এ দেশের কতিপয় সমাজসেবীর প্রচেষ্টায় এফপিএবি সৃষ্টি হয়। এফপিএবি প্রতিষ্ঠার পর থেকে মরহুম আলমগীর এম এ কবির, অধ্যাপক ডা: মো: ইব্রাহীম, ডা: ক্যাপটেন আবুল কাসেম, ডা: সৈয়দ এ কে এম হাফিজুর রহমান, এম শামসুল ইসলাম, শহীদ মো: ময়েজউদ্দীন, কাজী আনিসরি রহমান, ডা: নিলিমা ইব্রাহীম প্রমুখ অনেক বিশিষ্ট ব্যক্তি এফপিএবি’র কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। জনাব মোঃ মাসুদুর রহমান এফপিএবি’র বর্তমান সভাপতি।
এফপিএবি আন্তর্জাতিক সংস্থা International Planned Parenthood Federation (IPPF) এর সক্রিয় সদস্য। ১৯৫৪ সালে IPPF এর স্বীকৃতি লাভের পর থেকে অদ্যাবধি এফপিএবি কর্মদক্ষতার মাধ্যমে তার সদস্যপদ অব্যাহত রেখেছে। IPPF এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি দেশ।
এফপিএবি রাজশাহী শাখা প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। এফপিএবি রাজশাহী শাখার কার্যনির্বাহী পরিষদের বর্তমান সভাপতি প্রদীপ মৃধা।
ভিশনঃ
বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন করা।
মিশনঃ
এফপিএবি’র লক্ষ হচ্ছে সকল মানুষ, বিশেষত দরিদ্র ও প্রন্তিক জনগোষ্ঠীর মাঝে এডভোকেসী ও সেবা কার্যক্রম দ্বারা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারের স্বপক্ষে প্রচারনার মাধ্যমে মানুষের জীবন যাত্রার মনোন্নয়ন করা।
এফপিএবি যুব জনগোষ্ঠীর জন্য শারীরিক অসুস্থতা, অনাকাঙ্খীত গর্ভধারন, সহিংসতা রোধ এবং বৈষম্য মুক্ত যৌন জীবন উপভোগের অধিকারকে সমর্থন করে। এফপিএবি যৌন সংক্রামণ ও এইচ আইভি/এইডস নির্মূলে সচেষ্ট।