Logo

 
মহিলা সংহতি পরিষদ (এমএসপি)
Logo

মহিলা সংহতি পরিষদ (এমএসপি) সম্পর্কে

এমএসপি পটভুমি
মহিলা সংহতি পরিষদ সংক্ষেপে এমএসপি একটি বেসরকারী, স্বেচ্ছাসেবী স্থানীয় সংগঠন। ১৯৮৪ সালে ৫ জন প্রগতিশীল সমাজ সচেতন স্বেচ্ছাসেবী নারীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে। সরকারের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা ১নং সমস্যা হিসাবে চিহ্নিত হওয়ার কারনে সেই সময়ে জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি হ্রাস করার জন্য দুই শিশুর মডেল পরিবার ও মাতৃ ও শিশুর মৃত্যু হার কমাতে স্বা স্থ্য ও পরিবার পরিকল্পনা প্রকল্পের মাধ্যমে এই সংস্থার াগ্রযাত্রা শুরু হয়। কাজ করতে মাঠে নেমে উপলদ্ধি হয় শুধু মাত্র পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করলে সার্বিক উন্নয়ন হবেনা এবং জনসংখ্যা হ্রাস করার জন্য মোটিভেশন করা কঠিন কারন শিশু ও মাতৃ মৃত্যু হার তখন অনেক বেশী ছিল। তাই প্রকৃত এবং টেকসই উন্নয়নের জন্য এর ধারাবাহিকতায় অন্যাণ্য প্রকল্প যেমন,নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি উন্নয়ন,শিক্ষা,আইন সহায়তা, সুশাসন, ইনকাম জেনেরেশণ ইত্যাদি প্রকল্পের সাথে যুক্ত হতে হয়।

 

NGO সমূহ