- প্রথম পাতা
- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তথ্য সমূহ
তথ্য-ওয়াল্ড ভিশন বাংলাদেশ
ওয়াল্ড ভিশন ১৯৫০ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়, যা বতমানে ১০০টিরও বেশী দেশে করে যাচ্ছে। বাংলাদেশ ওয়াল্ড ভিশন বিগত ৪০ বছর ধরে কাজ করে যাচ্ছে।ওয়াল্ড ভিশন একটি খ্রীষ্টান ত্রাণ, উন্নয়ন এবং এডভোকেসি সংস্থা যা দারিদ্র এবং অন্যায্যতা দূর করে শিশুদের জীবনে পরিপূণতা আনয়নের লক্ষ্যে জাতি-ধম-বণ ও নারী-পূরুষ নিবিশেষে শিশু ও তাদের পরিবার ও জনগোষ্ঠীর সাথে কাজ করতে প্রত্যয়ী।
ওয়াল্ড ভিশন ১৯৭০ খ্রীষ্টাব্দে বাংলাদেশের (তৎকালীন পূবপাকিস্তানের), সমুদ্র উপকুল ও দ্বীপ অঞ্চলের (সন্ধীপ, মহেশখালী, হাতিয়া সহ অন্যান্য স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূণিঝড়ে ও জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে তাৎক্ষণিকভাবে জরুরী ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এদেশে প্রথমবারের মত তা কাযক্রম শুরু করে। পরবতীতে ১৯৭১ খ্রীষ্টাব্দে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে এদেশ থেকে পাশ্ববতী দেশ ভারতে আশ্রয় নেয়া শরণাথীদের মাঝে প্রয়োজনীয় এাণ ও পুনবাসন কাযক্রম পরিচালানা করে। স্বাধীনতা উত্তরকালে ওয়াল্ড ভিশন বাংলাদেশ তার কাযক্রম শুরু করে। ১৯৭২ খ্রীষ্টাব্দে নেত্রকোনা জেলার বিরিশিরি এলাকায় স্পন্সরশীপ কাযক্রমের মধ্যদিয়ে েএই প্রতিষ্টানটি সেবা কাজ শুরু করে।পরবতীতে বৃহত্তর ময়মনসিংহ সহ বাংলাদেশের অন্যান্য জেলায় ওয়াল্ড ভিশনের কাযক্রম সম্প্রসারিত হয়।
১৯৭৩ খ্রীষ্টাব্দ হতে ওয়াল্ড ভিশন ঢাকায় ন্যাশনাল অফিস প্রতিষ্ঠা করে। ওয়াল্ড ভিশন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও ব্যেরো-র সঙ্গে নিবন্ধিত। এ সংস্থার নিবন্ধন নম্বর হচ্ছে ৪৭। বাংলাদেশ ওয়াল্ড ভিশন “ডাব্লিউ ভিবি ইন্টিগ্রেডেট কম্যুউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম” নামে একটি মাত্র প্রোগ্রামের মাধ্যমে এর কাযক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
এডিপি (এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম)হচ্ছে, একটি জন-অংশগ্রহনমূলক সাবিক উন্নয়ন কমকৌশল, যার উদ্দেশ্য হচ্ছে এলাকার বঞ্চিত জনগণকে ক্ষমতায়ন, সম্পদশালী, তথ্যসমৃদ্ধ এবং দায়িত্ববান করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করে তোলা।বতমানে ওয়াল্ড ভিশন বাংলাদেশ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) মডেলে একটি উপজেলায় ১০-১৫ বছর ব্যাপী কাজ করে যাচ্ছে।এখন বাংলাদেশের ২৭টি জেলায় ৬৭ উপেজেলায় ৭০ টি এডিপি রয়েছে।
সংস্থার মিশন: ওয়াল্ড ভিশন খ্রীষ্টানদের একটি সহভাগীতামূলক সংগঠন যার মিশন বা লক্ষ্য হচ্ছে দরিদ্র ও নিপীড়িত মানুষের সঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের সৃষ্টিকতাকে অনুসরণ করে তাদের জীবনের রুপান্তর বা ইতিবাচক পরিবতনে সহায়তা করা ও সমাজে ন্যায্যতা প্রতিষ্টা করা।
ভিশন:
“প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূণতায়;
প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রাথনা, অজিত হয় যেন তা ইচ্চার দৃঢ়তায়”
ওয়াল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী জেলায় ৩টি উপজেলায় এডিপি (এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম) নামে ২০০৮ সাল হতে কাজ শুরু করেছে। ৩টি এডিপি হচ্ছে পবা এডিপি, তানোর এডিপি ও গোদাগাড়ী এডিপি।