- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- কর্মকর্তা বৃন্দ
- তথ্য
- ফটোগ্যালারি
- অর্গানোগ্রাম
- পরিচালক বৃন্দ
- যোগাযোগ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- নোটিশ
- ত্রান
- রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য
- গভর্নিং বডি
- নির্বাহী পরিষদ
- কর্মকর্তার তথ্য
- কর্মী সংক্রান্ত তথ্য
- তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য
- পরিচালক এর তথ্য
- প্রতিবেদন
ব্র্যাক
ব্র্যাক সম্পর্কে
ব্র্যাক একটি উন্নয়ন সংস্থা। তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে বৃহত্তর অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে। জনগোষ্ঠীভিত্তিক ব্র্যাকের বিভিন্ন উদ্ভাবনা যথা, ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, আইনসহায়তা, সামাজিক উদ্বুদ্ধকরণ, জীবিকা সংস্থান, অতিদরিদ্রদেরকে সম্পদ হস্তান্তর, উদ্যোক্তা প্রশিক্ষণ প্রভৃতির মাধ্যমে সমাজের অধিকারবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী তাদের সুপ্ত সম্ভাবনা বিকাশের পথ খুঁজে পেয়েছে।
১৯৭২ সালে ব্র্যাক তার যাত্রা শুরু করে। বর্তমানে এর ১ লক্ষ ২০ হাজার কর্মী বিশ্বব্যাপী ১১টি দেশে ১৩৫ মিলিয়ন মানুষের জীবনসংগ্রামে সহায়ক ভূমিকা পালন করছে। উন্নয়নক্ষেত্রে আমরা এমন একটি নতুন ধারার প্রবর্তন করেছি, যা উন্নয়ন কর্মসূচিকে সামাজিক উদ্যোগের সঙ্গে সমন্বিত করেছে এবং একইসঙ্গে প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের স্বাবলম্বনের পথে এগিয়ে দিয়েছে। সামাজিক সমস্যা সমাধানে উদ্যোগ নিয়ে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভুলভ্রান্তিগুলো দূর করে অল্প খরচে এবং দক্ষতার সঙ্গে ব্র্যাক তার কাজের পরিধির দ্রুত বিস্তার ঘটিয়েছে।
# যেসব দেশে আমরা কাজ করি - সেবার আওতাভুক্ত জনসংখ্যা
* বাংলাদেশ ১২০ মিলিয়ন
* আফগানিস্থান ৪.৬৫ মিলিয়ন
* উগান্ডা ৪.৪ মিলিয়ন
* তাঞ্জানিয়া ৩.৩৮ মিলিয়ন
* পাকিস্থান ০.৭ মিলিয়ন
* সিয়েরা লিয়ন ১.৫ মিলিয়ন
* দক্ষিন সুদান ১.5 মিলিয়ন
* লাইবেরিয়া ০.৭ মিলিয়ন
* ফিলিপাইন ৬০০০০
* মায়ানমার ৩২৬০০
* নেপাল ৩২৬৩০
#সংস্থার কর্মসূচি/সেবাসমূহ:
• কৃষি ও খাদ্য নিরাপত্তা
• সামাজিক ক্ষমতায়ন
• দুর্যোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
• শিক্ষা
• জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি
• স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা
• মানবাধিকার ও আইন সহায়তা
• মাইক্রোফাইন্যান্স
• টার্গেটিং টি আল্ট্রা পুওর
• ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন (ওয়াশ)
• স্কিলস ডেভেলপমেন্ট
• সামাজিক এন্টারপ্রাইজ
• আরবান ডেভেলপমেন্ট
• মাইগ্রেশন
• সমন্বিত উন্নয়ন
#ব্র্যাকের ভিশন:
এমন একটি পৃথিবী যেখানে কোন প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে।
#ব্র্যাকের মিশন:
আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধি এবং সামাজিক অবিচার দূরীভূত করে দরিদ্র মানু্ষ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করা। সংগঠনের বিভিন্ন উদ্যোগের বিস্তার ঘটিয়ে অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা এবং সমাজের সকল নারী ও পুরুষকে তাদের সম্ভাবনা ও সামর্থ্য বিকাশে সক্ষম করে তোলাও আমাদের লক্ষ্য।
#ব্র্যাকের মূল্যবোধ:
• সততা ও নিষ্ঠা
• সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব
• সার্বজনীনতা
• কার্যকারিতা