Logo

 
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)
Logo

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) সম্পর্কে

পটভুমিঃ ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) গঠিত হয় ১৯৭৭ সালে।সংক্ষেপে এর পরিচয় ভার্ক অর্থাৎ ভি, ই, আর, সি, এ নামের অর্থ দাড়ায় পল্লী সম্পদ ব্যবহার শিক্ষা কেন্দ্র।গঠনকালে ভার্ক ইউনিসেভফর আর্থিক সহায়তায় স্যাভ দ্যা চিলড্রেন (ইউএস্এ) এর প্রকল্প হিসাবে আত্ন প্রকাশ করে।শুরুতে প্রকল্পটির উদ্দেশ্য ছিল বিভিন্ন শিক্ষা উপকরন তৈরি, সংগ্রহ এবং তার উন্নয়ন।এসব উপকরনসমুহ যাচাই ও গ্রহনযোগ্যতা পরীক্ষার পর তা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মধ্যে ছড়িয়ে দেয়া।ভার্ককে ১৯৮১ সালে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠনে রুপ দেয়া হয়।ভার্ক হয়ে উঠে এ দেশীয় সংগঠন। ভার্ক ১৯৮১ সালে জয়েন্ট স্টক কোম্পানিজ এর নিবন্ধন লাভ করে, ১৯৮২ সালে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন লাভ করে, ১৯৮৯ সালে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করে এবং ২০০৭ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর নিবন্ধন লাভ করে। ভিশনঃ একটি আত্ন নির্ভরশীল সমাজ গড়ে তোলা যেখানে ন্যায়বিচার, সমতা ও ধারনক্ষমতার উপর ভিত্তি করে জনগন তাদের সমান সুযোগ সৃষ্টি করতে পারে এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। মিশনঃ সংস্থাটির মিশন হচ্ছে মানব উন্নয়নের জন্য একটি গতিশীল ও অংশীদারিত্বমুলক স্থায়ীত্বশীল প্রক্রিয়া প্রতিষ্ঠা ও নিশ্বিত করা। মানব উন্নয়নের জন্য এমন এক গতিময় প্রাঞ্জল প্রক্রিয়া গড়ে তোলা ও বিকশিত করা, যে প্রক্রিয়া হবে বিষয়গুলো উন্নয়ন কাজে নিয়োজিত অন্যদের কাছে পৌঁছে দেয়। কৌশলঃ - জনগনের অংশগ্রহনমুলক উন্নয়ন পদ্ধতির মাধ্যমে বিকল্প প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলা - জনগনের অংশগ্রহনমুলক উন্নয়ন প্রক্রিয়ায় কার্যকর সহায়তাকারী হিসাবে উন্নয়নে নিয়োজিত ব্যক্তি বর্গের সামর্থ্য বাড়ানো - প্রাতিষ্ঠানিক এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সরাসরি উদ্ভাবনী কর্মসুচী বাস্তবায়ন - জনগনের দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম গ্রহন - স্থানীয়, সরকারি-বেসরকারি সম্পদ এবং মানুষের সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার করা সর্বোপরি ভার্ক তার বাস্তবায়ন নীতিমালার আলোকে প্রতিশ্রুতিবদ্ধ যেন জনগন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্ন উপলব্ধি করতে পারে এবং তাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে।

 

NGO সমূহ