Logo

 
কৈননীয়া উইমেন্স ক্রেডিট প্রোগ্রাম
Logo

কৈননীয়া উইমেন্স ক্রেডিট প্রোগ্রাম সম্পর্কে

কৈননীয়া ন্যাশনাল খ্রীষ্টিয়ান ফেলোশীপ অব বাংলাদেশ-এর একটি জাতীয় স্বেচ্ছাসেবী খ্রীষ্টিয় অঙ্গ প্রতিষ্ঠান। কৈননীয়া শব্দটির অর্থ সহযোগিতা বা একাত্বতা। জাতি ধর্ম নির্বিশেষে আপামর দরিদ্র জনগণের সেবার জন্য এই অঙ্গ প্রতিষ্ঠানটি 1983 খ্রীষ্টাব্দে গঠন করা হয়। মানসম্মত ও টেকসই ক্ষুদ্রঋণ সেবার মাধ্যমে দরিদ্র সুবিধা বঞ্চিত নারী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শনই হচ্ছে কেএমএফআই এর লক্ষ্য। দরিদ্র নারী জনগোষ্ঠীি ও তাদের পরিবার যাতে উন্নত জীবিকার জন্য সুযোগ গ্রহণ করে তাদের জীবন যাত্রার মান পরিবর্তন করতে পারে। - খ্রীষ্টিয় ভালবাসায় দরিদ্রদের সেবা প্রদান - উপকারভোগী কেন্দ্রিক এবং নারীদের উৎসাহব্যাঞ্জক - অকৃত্রিম, বন্ধুভাবাপন্ন, শ্রদ্ধাশীল, দৃঢ় এবং নিরপেক্ষ সেবা - সেবার পরিধি বৃদ্ধিকরণ - দক্ষতা ও স্বয়ংসম্পূর্ণতা - স্বচ্ছতা ও জবাবদিহিতা - প্রতারনার ক্ষেত্রে জিরো টলারেন্স - আইনগত বাধ্যবাধকতা জাতি ধর্ম নির্বিশেষে দেশের গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত, পিছিয়েপড়া ও বেকার জনগোষ্ঠীকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে সংগঠিত করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বনায়ন ও কর্মসংস্থানসহ নানাবিধ উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, প্রয়োজনীয় তহবিল যোগান দ্বারা পল্লী সাংগঠনিক কাঠামোর আওতাধীন দরিদ্র গনগোষ্ঠীকে আর্থ-সামাজিক স্বনির্ভরতা আনায়নে সহায়তা করা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

 

NGO সমূহ