Logo

 
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ
Logo

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ সম্পর্কে

জাতিসংঘের উদ্যগে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত সংস্থা হিসেবে এনজিও ফোরাম বাংলাদেশের বিশেষ করে সমাজের দরিদ্র, প্রান্তিক এবং উন্নয়নের মূলধারা থেকে বাদপড়ে যাওয়া মানুষের জনস্বাস্থ্য পরিস্থিতি উন্নতি করার জন্য নিবেদিত যা পানি, স্যানিটেশন ও পরিবেশ বিষয়ে জাতীয় নেটওয়ার্কিং ও সেবা প্রদানকারী সংস্থা। এনজিও ফোরাম, সরকার ও সুশীল সমাজের সাথে অংশিদারীত্বের ভিত্তিতে সমজাতীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে। বর্তমানে এনজিও ফোরাম তার ১৪ টি আঞ্চলিক ও ব্যবস্থাপনার সেটআপ-এ দেশব্যাপি বিকেন্দ্রীভূত কর্মকাঠামোর মাধ্যমে ৮৫০টি এনজিও ও জনসমষ্টিভিত্তিক সংগঠের সাথে কাজ করছে। ভিশনঃ উন্নত জনস্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্যকর পরিবেশ। ( Improved Public Health & Sound Environment) লক্ষ্যঃ

 

NGO সমূহ