
এডাবএর রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য:
এডাব ১৭ নভেম্বর ১৯৮১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধনভুক্ত হয়, যার নিবন্ধন নম্বর ১১৩। এছাড়া এডাব "দ্যা রেজিষ্টার অপ জয়েন স্টক কোম্পানিস্ এন্ড ফার্মস্'' এর নিবন্ধন ভুক্ত হয়, যার নম্বর এস-১১৭১৪, তারিখ ২১ জুলাই ২০১৩ইং।