Logo

 

মাতৃভূমি উন্নয়ন সংস্থা এর সেবা সমূহ

মাতৃভূমি উন্নয়ন সংস্থা অরাজনৈতিক, অসাম্প্রদায়িক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি নিম্নবর্নিত সেবা প্রদান করে থাকেঃ # শিশু কল্যাণ কর্মসূচী গ্রহণঃ শিশুদের সার্বিক কল্যাণের লক্ষ্যে স্বাস্থ্য ও সাংস্কৃতিক সংগঠণ গড়ে তোলা এবং এতিম, শারীরিক প্রতিবন্ধী বাকপ্রতিবন্ধী শিশুদের জন্য স্কুল পরিচালনা করা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ # মহিলাদের আর্থ সামাজিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ; # বেকার দূরীকরণার্থে দক্ষ্য প্রশিক্ষক ও কারিগর তৈরীর লক্ষ্যে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং তাঁত শিল্প ও কুটির শিল্প কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ; # শারীরিক ও মানষিক অ্ক্ষম প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ; # মহিলাদের অধিকারের উপর গুরুত্ব দেয়া তথা নির্যাতিত মহিলাদের সার্বিক সহযোগিতা প্রদান; # যৌতুক প্রথার অবসান ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে জনমত গড়ে তোলা; # কন্যাদায়গ্রস্থ অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও আর্থিক সহযোগিতা প্রদান; # অসহায় ও দুঃস্থ রুগীদের বিনামূল্যে ঐষধ সরবরাহসহ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ; # মাদকদ্রব্য ব্যবহারের কুফল, এইডস/এসটিডি/আর্সেনিক ইত্যাদি ঘাতক ব্যাধি সম্পর্কে জনসচেতনতা সৃৃষ্টির লক্ষ্যে এডভোকেসী ভূমিকা পালন; # আইন বিধি-বিধান সম্পর্কে জনগণকে সচেতন করা, প্রশিক্ষণ দান, কর্মশালার আয়োজন, র‌্যালী এবং আইনী সহুোগিতা প্রদান ইত্যাদি। # মহিলাদের আর্থ সামাজিক অধিকার ও ময

 

NGO সমূহ