Logo

 
পার্টনার
Logo

পার্টনার সম্পর্কে

পার্টনার এর ভূমিকাঃ পরিবার উন্নয়নে ব্রত এবং সুবিধা বঞ্চিত, দরিদ্র এবং পিছিয়েপড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নে একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা পার্টনার। সুইডিস ফ্রি চার্চ এইড সহায়তায় ল্যাথারিজম আক্রান্তদের সেবা ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে 1978 সাল থেকে দেশের উত্তরাঅঞ্চলের জেলা সমূহে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে দাতা সংস্থার পরামর্শে 1993 সালে পার্টনার নামে নিবন্ধন গ্রহণ করা হয় এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হয়। সূচনা লগ্ন থেকেই পার্টনার দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ করে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ, সক্ষমতা বৃদ্ধি, আয়বৃদ্ধিমূলক কর্মে অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, শশ্যের নিবিড়তা বৃদ্ধি, স্বাস্থ্য-পুষ্টি উন্নয়ন, শিশূ শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন কল্পে জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। নিবন্ধন সংক্রান্ত তথ্যঃ বিভাগ/দপ্তর রেজিষ্ট্রেশন নম্বর অনুমোদনের তারিখ এনজিও এফেয়ার্স ব্যুরো 808 13-02-1994 সমাজসেবা অধিদপ্তর 462 12-09-1999 মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি 03801-01542-00353 13-11-2008 ইউরোপিয়ান এইড আইডি: বিডি -2009-ব্রি জেড এ-2411480165 24-11-2009 ভিশনঃ একটি সমতা ও শান্তিপূর্ন সমাজ গঠন মিশনঃ একটি নায্য ও জেন্ডার সমতাপূর্ন সমাজ প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। লক্ষ্যঃ জনগনের অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার, গনতন্ত্র, মানবাধিকার এবং সুসম অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের মাদ্যমে একটি সমতা পূর্ণ স্থিতিশীল সমাজ গঠন করা উদ্দেশ্যঃ * লক্ষিত সিবিও/গ্রুপের সদস্যদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সক্ষম করে তোলা। যার দ্বারা শিক্ষা, স্বাস্ধ্য, পরিবেশ, গণতন্ত্র, সুশাসন এবং জীবন যাতারমান উন্নত করা * কমিউনিটি নির্ভর সংগঠন সমূহে, সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহে, স্থানীয় সরকার প্রশাসন ও অন্যান্য উন্নয়ন সংস্থ সমূহ, সামাজিক, স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকান্ডে লক্ষিত জনগোষ্ঠি এবং কমিউনিটি মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করা। * জলবায়ু পরিবর্তনের দ্বারা সংগঠিত পরিস্থিতি মোকাবেলায় লক্ষিত জনগোষ্ঠির সক্ষমতা তৈরী করা * পরিবার এবং কমিউনিটির স্তরে নারী অধিকার প্রতিষ্ঠা এবং জেন্ডার সমতা নিশ্চিত করা * লক্ষিত জনগোষ্ঠির/সিবিও সদস্যদের দক্ষতা উন্নয়নের মাদ্যমে দারিদ্র পরিস্থিতি হ্রাস করা এবং স্থানীয় সম্পদের সমন্বয় সাধন * যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে উপকারভোগীদের শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি করা, একই সাথে প্রজনন স্বাস্থ্য বিষয়ে ধারনায়নের মাধ্যমে গর্ভকালীন মৃত্যু, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস করণ * নারী ও শিশু পাচার রোধ করা

 

NGO সমূহ