Logo

 
মিশনারীজ অব চ্যারিটি (মাদার তেরেজা)
Logo

মিশনারীজ অব চ্যারিটি (মাদার তেরেজা) সম্পর্কে

মিশনারীজ অব চ্যারিটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সংস্থ্যাটি 1950 খ্রিস্টাব্দে ভারতের কলিকাতায় ধন্যা মাদার তেরেজা স্থাপন করেছেন। বিশ্বব্যাপী এ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্রতমদের বিনামূল্যে নিঃস্বার্থভাবে সেবা করছে। সংস্থাটি রাজশাহীতে 1997 খ্রিস্টাব্দের 2 জুন ধন্যা মাদার তেরেজার “আশাদান” স্থাপন করা হয়। সংস্থাটি মূলতঃ সমাজের অবহেলিত ও অবাঞ্চিত শিশু, পুরুষ ও নারী, কিশোর-কিশোরী এবং সমস্যাগ্রস্থ নারী-পুরুষদের জন্য কাজ করে থাকে।

 

NGO সমূহ