Logo

 

মিশনারীজ অব চ্যারিটি (মাদার তেরেজা) এর সেবা সমূহ

প্রাথমিক স্বাস্থ্য, খাদ্য ও অন্যান্য সেবা প্রদান

প্রাখমিক স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দুঃখী দুরিদ্রদের চিকিৎসা সহায়তা প্রদান যেমন-ওষুধ সহায়তা, দাতব্য চিকিৎসা সেবা, ভ্রাম্যমান চিকিৎসা সেবা, ফিজিও থেরাপী সহায়তা ইত্যাদি। এছাড়াও রোগীদের খাদ্য, বস্ত্র সহায়তাও প্রদান করা হয়। এ সেবা খাতের আওতায় রোগীদের সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থাও রয়েছে।

 

NGO সমূহ