Logo

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাজশাহী ইউনিট এর সেবা সমূহ

সালিস বৈঠক

“বিরোধ হলে সালিস ধর, ফল না পেলে মামলা কর” এই দৃষ্টিভঙ্গির আলোকে ব্লাস্ট রাজশাহী ইউনিটে আগত বিচারপ্রার্থী জনগণের বিরোধীয় বিষয় সালিসের মাধ্যমে স্বল্পতম সময়ে এবং উভয় পক্ষের সন্তুষ্টিক্রমে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়।

আইনী পরামর্শ এবং মামলা

সমাজের দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া এবং ভুক্তভোগী জনগণের জন্য আইনী সহায়তা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্লাস্ট, রাজশাহী ইউনিট লিগ্যাল সেলের আওতায় আইনী পরামর্শ এবং মামলা পরিচালনা করে থাকে।

 

NGO সমূহ