বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর সেবা সমূহ
                এইচআইভি/ এইডস
        
        
        ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিকে এইচআইভি ও এইডস প্রতিরোধ, অপবাদ বৈষম্য দূরিকরনার্থে সামাজিক, ধর্মীয়, সাংস্কুতিক, আইনগতবাধা পরিহার করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সভা, সেমিনার ও কর্মশালা  করা হয়। এইচআইভি এইডস সংক্রামিত রোগীদের কেয়ার এন্ড সার্পোটের জন্য উচ্চতর সবা কেন্দ্রে রেফার করা হয়।        
 
            
        
        
        যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও এ বিষয়ে জনগনের সমথন আদায়ের জন্য এড়ভোকেসী ও বিসিসি কাযক্রম পরিচালনা করে যাচ্ছে। বিভিন্ন প্রকার বুকলেট, ড়ায়েরী, ম্যাগাজিন, চলচ্চিত্র প্রদশনী ও সাংবাদীকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে কাযক্রমের জন্য পুরুষ্কার প্রদানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।        
 
            Access
        
        
        গরীব ও হত দরিদ্র জনগোষ্ঠীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক তথ্য ও সেবা প্রদানে ক্লিনিকের মাধ্যমে এবং সিবিড়ি কাযক্রম সহ সেবা প্রদান করে যাচ্ছে। গভকালীন পরিচযা, প্রসবোত্তর পরিচযা, নিরাপদ ড়েলীভারী, জরুরী প্রসূতী সেবা, গভকালীন ও ১৫-৪৫ বৎসরের মহিলাদের টিটি প্রদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি, মাসিক নিয়মিতকরন সেবা, জরুরী জন্ম নিয়ন্ত্রন বড়ি, কিশোর বয়সের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, আরটিআই, ইপিআই, ভিসিটি, ভায়া পরীক্ষা, প্যাথলজিক্যাল পরীক্ষা, এসটিআই, এইচআইভি ও এইড়স বিষয়ে সেবা প্রদান করা হয়        
 
            এবরশন
        
        
        বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার রোধ কল্পে রিপ্রোড়াকটিভ হেল্থ প্রমোটারদের মাধ্যমে নিরাপদ গভপাত, জরুরী জন্মনিয়ন্ত্রন বডি ও জন্মনিয়ন্ত্রন পদ্ধতি সরবরাহ করে ছোট পরিবার গঠনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। বিসিসি কাযর্ক্রমের মাধ্যমে কুসংষ্কার ও বৈষম্য দুরীকরনের জন্য তথ্য সরবরাহ করে সক্ষম দম্পতিদের সচেতনতা বৃদ্ধি করা হয়। স্যাটেলাইট ক্যাম্পের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং শাখা ক্লিনিকের মাদ্যমে পরিবার পরিকল্পনা অস্থয়িী, মেয়াদী ও স্থায়ী পদ্ধতির কাযক্রম পরিচালনা করে যাচ্ছে।        
 
            Adolescent 
        
        
        এফপিএবি রাজশাহী শাখার একটি গুরুত্বপূর্ণ শাখা হল তারার মেলা। এখানে ১০-২৪ বছর বয়সী যুবক/যুবতী, কিশোর/কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা, বিনামূল্যে পরামর্শ প্রদান, চিকিৎসা সেবা প্রদান করা ছাড়াও নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকেঃ
১। কম্পিউটার কোর্স
২। ইন্টারনেট ব্রাউজিং
৩। প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য শিক্ষার ব্যবস্থা
৪। ইংলিস স্পোকেন
৫। অংকন শিক্ষা
৬। নাচ প্রশিক্ষণ
৭।মেধা প্রতিযোগিতা (কুইজ, চিত্রাংকন, দেয়াল পত্রিকা, বিতর্ক)