কারিতাস বাংলাদেশ এর প্রকল্প সমূহ
জলবায়ৃ সহিষ্ণু কৃষি- বাংলাদেশ, কেনিয়া, মায়ানমার ও জিম্বাবুয়ের গ্রামীণ এলাকার প্রান্তিক নারী, পুরুষ ও শিশুদের জীবনমান পরিবর্তন
বাংলাদেশ, ভারত ও নেপালের বৃষ্টি নির্ভর এলাকার ক্ষুদ্র কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প

• দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান (বীজ, মাছের পোনা, কোদাল, উইডার, স্প্রে মেশিন, বীজ সংরক্ষণের পাত্র, বীজ ও মাটির আদ্রতা পরিমাপ যন্ত্র ইত্যাদি)
• ভূ-পৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি ও অর্থ সহায়তা
• কৃষকদের কৃষি কাজে গবেষণামুখী করে তোলা
• সরকারি-বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষকদের নেটওয়ার্ক তৈরীতে সহায়তা করা
সহায়ক উপকরণ ও কৃত্রিম অঙ্গসংযোজন প্রকলপ

প্রকল্পের সেবাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে-
• চিকিৎসা কাজে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান
• নির্ধারিত ডিসপেনসারিতে ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি সরবরাহ করা
• অবকাঠামো উন্নয়নে সহায়তা করা
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কর্মসূচি
2. গ্রাম ও শহর অঞ্চলের পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত আদিবাসী ও অনগ্রসর/বঞ্চিত জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের জন্য সহায়তা প্রকল্প
শিক্ষা ও গঠনদানের মাধ্যমে জীবন জীবিকার মান উন্নয়ন প্রকল্প
ছেলেমেয়েদের জন্য শিক্ষা সহায়তা কর্মসূচি

প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের-
টিউশন ফি, খাদ্য, ভর্তি ফি,
এসএসসি ও জেএসসি কোচিং-এ আর্থিক সহায়তা এবং নিবন্ধন ফি প্রদানে আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
এছাড়া স্কুল ড্রেস বাবদও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
যুব ও শিক্ষক গঠন

প্রকল্পের মা্ধ্যমে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, বাস্তবতা ও নৈতিক মূল্যবোধ গঠন প্রশিক্ষণ, বিএড কোর্সে আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন উপবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ প্রদান, অভিভাবক সেমিনার, আদিবাসী ছাত্র-ছাত্রী সেমিনার, আন্তঃবিদ্যালয় শিল্পকলা,সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা; বিজ্ঞানমেলা ও বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা সফর প্রভৃতি সেবা প্রদান করা হয়ে থাকে।
ভ্রাম্যমান কারিগরি বিদ্যালয়
আলোঘর

সবচেয়ে পিছিয়েপড়া শিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত করে তাদের মাধ্যমিক শিক্ষার মূলস্রোতধারায় সংযুক্ত করা • ক্রিয়াশীল ও বন্ধুসুলভ শিখণ শিখানো •জনগণের অংশগ্রহণে বিদ্যালয় চলমান রাখা
পিছিয়েপড়া শিশুদের জন্য মৌলিক শিক্ষা কার্যক্রম
প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন
দাতব্য চিকিৎসালয় প্রকল্প

২০৮০০০ টাকা (আগামী ৫ বছরের প্রস্তাবিত)
যক্ষ্মা ও কুষ্ঠ রোগীর চিকিৎসা জোরদার করা • মা ও শিশু মৃত্যুর হার কমাতে সহায়তা • স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা