Logo

 

কারিতাস বাংলাদেশ এর সেবা সমূহ

দাতব্য চিকিৎসালয় প্রকল্প

প্রকল্পের সেবাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে- • চিকিৎসা কাজে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান • নির্ধারিত ডিসপেনসারিতে ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি সরবরাহ করা • অবকাঠামো উন্নয়নে সহায়তা করা

বাংলাদেশ, ভারত ও নেপালের বৃষ্টি নির্ভর এলাকার ক্ষুদ্র কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প

• দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান (বীজ, মাছের পোনা, কোদাল, উইডার, স্প্রে মেশিন, বীজ সংরক্ষণের পাত্র, বীজ ও মাটির আদ্রতা পরিমাপ যন্ত্র ইত্যাদি) • ভূ-পৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি ও অর্থ সহায়তা • কৃষকদের কৃষি কাজে গবেষণামুখী করে তোলা • সরকারি-বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষকদের নেটওয়ার্ক তৈরীতে সহায়তা করা

দাতব্য চিকিৎসালয় প্রকল্প

প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন

প্রকল্পের মাধ্যমে প্রজনন ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পারিবারিক জীবন বিষয়ে শিক্ষা প্রদান করা, পারিবারিক জীবনশিক্ষা ও প্রাকৃতিক পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা।

পিছিয়েপড়া শিশুদের জন্য মৌলিক শিক্ষা কার্যক্রম

আলোঘর

সাড়ে তিনবছর বয়সী হতে 14 বছর বয়সী শিশুদের (বিশেষ চিাহিদাসম্পন্ন শিশুসহ) নন-ফরমাল প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা, শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ, স্কুল উপকরণ প্রদান, শিক্ষকদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান, আদিবাসী শিশুদের বাংলা ভাষার পাশাপাশি নিজস্ব ভাষায় পাঠদান এবং 3-4 বছর বয়সী শিশুদের শিক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক কার্যক্রম করা।

ভ্রাম্যমান কারিগরি বিদ্যালয়

যুব ও শিক্ষক গঠন

চার্চ পরিচালিত স্কুলসমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের জন্য ৯৯১ খ্রিস্টাব্দে প্রকল্পটির কার্যক্রম শুরু করা হয়। প্রকল্পের মা্ধ্যমে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, বাস্তবতা ও নৈতিক মূল্যবোধ গঠন প্রশিক্ষণ, বিএড কোর্সে আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন উপবৃত্তি প্রদান, অভিভাবক সেমিনার, আদিবাসী ছাত্র-ছাত্রী সেমিনার, আন্তঃবিদ্যালয় শিল্পকলা,সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা; বিজ্ঞানমেলা ও বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা সফর প্রভৃতি সেবা প্রদান করা হয়ে থাকে।

ছেলেমেয়েদের জন্য শিক্ষা সহায়তা কর্মসূচি

প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের টিউশন ফি, খাদ্য, ভর্তি ফি, এসএসসি ও জেএসসি কোচিং-এ আর্থিক সহায়তা এবং নিবন্ধন ফি প্রদানে আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়া স্কুল ড্রেস বাবদও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শিক্ষা ও গঠনদানের মাধ্যমে জীবন জীবিকার মান উন্নয়ন প্রকল্প

• প্রকল্পের মাধ্যমে শহর এলাকায় ক্ষুদ্র ব্যবসা ও গবাদীপশু পালনে এককালীন আর্থিক সহায়তা প্রদান • শহর এলাকায় বেকার যুবক ও যুব মহিলাদের কারিগরী ও সেলাই প্রশিক্ষণে এককালীন আর্থিক সহায়তা প্রদান • গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায় এককালীন আর্থিক সহায়তা প্রদান • বন্ধকী জমি উদ্ধার, আবাদের জন্য জমি লিজ গ্রহণ ও জমির কাগজপত্র হালনাগাদকরণে এককালীন আর্থিক সহায়তা প্রদন • মৌসুমভিত্তি কৃষিকাজে এককালীন আর্থিক সহায়তা প্রদান • সাধারণ ও কারিগরি শিক্ষা গ্রহণে এককালীন আর্থিক সহায়তা প্রদান • অধিকার ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা আনয়ন • স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ে সচেতন করা • চিকিৎসা ও আইনী সহায়তা প্রদান

গ্রাম ও শহর অঞ্চলের পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত আদিবাসী ও অনগ্রসর/বঞ্চিত জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের জন্য সহায়তা প্রকল্প

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কর্মসূচি

এ প্রকল্পের সেবাসমূহ হচ্ছে- অতিদরিদ্র পরিবারের প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে যারা শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী তাদের সহায়ক উপকরণ প্রদান, চিকিৎসা, শিক্ষা ও আয়বৃদ্ধিমূলক প্রকল্পে সহায়তা; প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি ও দৈনন্দিন কাজ অনুশীলনে ব্যবহারিক সহায়তা; এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম।

সহায়ক উপকরণ ও কৃত্রিম অঙ্গসংযোজন প্রকলপ

সহায়ক উপকরণ ও কৃত্রিম অঙ্গ সংযোজন প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের মাঝে কৃত্রিম পা প্রদান, হইল চেয়ার, ট্রাইসাইকেল, অক্সিলারি ক্র্যাচ, ওয়াকার, কৃত্রিম হাত এবং সহায়ক উপকরণ মেরামতসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। কারিতাস রাজশাহী অঞ্চলে 1979 খ্রিস্টাব্দ হতে প্রকল্পটি এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

জলবায়ৃ সহিষ্ণু কৃষি- বাংলাদেশ, কেনিয়া, মায়ানমার ও জিম্বাবুয়ের গ্রামীণ এলাকার প্রান্তিক নারী, পুরুষ ও শিশুদের জীবনমান পরিবর্তন

এ ধরনের প্রকল্পের মাধ্যমে • জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ও ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা • কমিউনিটি ভিত্তিক সংগঠন গঠন ও উন্নয়ন • স্থানীয় সম্পদ আহরণ ও এ্যাডভোকেসি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করা • রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশকের কুফল সম্পর্কে সচেতনতামূলক সেমিনার করা

 

NGO সমূহ