ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প সমূহ
স্পন্সরশীপ ব্যবস্থাপনা প্রকল্প

১। স্পন্সরশীপ মানদন্ড অনুযায়ী স্পন্সর শিশু বাছাই ও নিবন্ধন কমকান্ডে জন সাধারণের অংশগ্রহণ বৃদ্ধি করা।২। শিশু অধিকার, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পকে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, ৩। শিশু সংগঠন ও নেতৃত্ব বিকাশ, ৪। ফলপসূ স্পন্সরশীপ ব্যবস্থাপনা নিশ্চিত করা,৫। শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করনে সহায়তা করা ও ৬। শিশুর অধিকার সম্পকিত বিভিন্ন দিবস উদযাপন করা।
অথনৈতিক উন্নয়ন প্রকল্প

ক) অথনৈতিক উন্নয়ন কাযক্রমঃ ১। হতদরিদ্র পরিবারের জীবন ও জীবিকার মানোন্নয়নে বিভিন্ন কৃষি কাযক্রমে অংশগ্রহণ করানো-সবচি চাষ,হাঁসমুরগী,গরুছাগল পালন ইত্যাদী ও ২। হতদরিদ্র পরিবারের জীবন ও জীবিকার মানোন্নয়নে বিভিন্ন আয় বধনমূলক কাযক্রমে অংশগ্রহন করানো-ক্ষুদ্র ব্যবসা, বিভিন্ন হাতের কাজ, দজির কাজ, বিভিন্ন মেকানিকসের কাজ ইত্যাদী।
খ)দূযোগ মোকাবেলা কাযক্রমঃ দূযোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থ লোকদের সন্ক্তকরন ও কাযকারী সাড়া প্রদান ও ২। দূযোগকালন সময়ে করনীয় সম্পকে মানুষকে সচেতন করা ও বিভন্ন দিবস উদযাপন করা।
শিক্ষা প্রকল্প

ক) শিক্ষা উন্নয়ন কাযক্রমঃ ১।প্রাক-প্রাথমিক শিক্ষা কাযক্রম পরিচালনা (ইসিসিডি), ২। অভিভাবকদের শিক্ষার গুরুত্ব সম্পকে সচেতন করা,৩। শিশুদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা যেমনঃ খাতা, কলম, পেন্সিল, স্কুর ব্যাগ ইত্যাদি ও ৪। আন্ত্জাতিক স্বাক্ষরতা দিবস ও শিক্ষা সপ্তাহ পালন করা।
স্বাস্থ্য প্রকল্প

ক)পুষ্টি কাযক্রম: ১। অপুষ্টি শিশু খুজে বের করা ও কাযক্রমের মাধ্যমে অপুষ্টি দূর করা, ২।গভবতী মা ও প্রসূতি মা’র বিভিন্ন সেবা প্রাপ্তী নিশ্চিত করা, ৪। বিভিন্ন এনজিও/সরকারী কমিউনিটি ক্লিনিকের সাথে নেটওয়াক স্থাপনের মাধ্যমে পুষ্টি কাযক্রম বাস্তবায়ন করা।৫। বিভিন্ন টীকা কায্ক্রম, কৃমিনাশক কাযক্রম বাস্তবাযনে সরকারী/বেসরকারী সংস্থার সাথে একযোগে একত্রে কাজ করা।৬। গরীর ও গরীব শিশুদের চিকিৎসা সহায়তা প্রদান করা এবং ৭। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উদযাপন।
খ)পয়নিষ্কাশন কাযক্রমঃ ১। পয়নিষ্কাশন (ওয়াটার এ্যন্ড সেনিটেশন) সম্পকে জনগনকে সচেতন করা।২।স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন করা, ৩। টিউবওয়েল স্থাপন ও গোড়াপাকা করণ।৪। শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধ সম্পকে মায়েদের সচেতন করা। ও ৫। সেনিটেশন ডে/সপ্তাহ উদযাপন করা।