Logo

 

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এর সেবা সমূহ

মৌ/মধু চাষ কর্মসূচি

মৌ/মধু চাষ কর্মসূচির সেবা সমূহ:
- মৌচাষ সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান;
- দক্ষ মৌমাছি চাষী তৈরি করা;
- মৎসচাষের কর্মসূচি শক্তিশালীকরণে দেশব্যাপী মৌমাছি চাষ সম্প্রসারণ;
- ফুল পরাগ দ্বারা ফসল উৎপাদন নিশ্চিত করা;
- মধুর পুষ্টি ও সঠিক মান রক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ;
- পুষ্টির অভাব পূরণে মধু ব্যবহারের সঠিক ধারণা প্রদান করা;
- মোম, সংরক্ষণ এবং এর ব্যবহার ও উৎপাদন।
- মুধ উৎপাদন ও বিপণন

কৃষি কর্মসূচি (প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তি)

কৃষি কর্মসূচির মাধ্যমে প্রয়াস মাঠ পর্যায়ের কৃষকদের নিম্নলিখিত সেবা প্রদান করছে-
১. ধান উৎপাদনে গুটি ইউরিয়ার উৎপাদন ও ব্যবহার
২. উচ্চফলনশীল এবং জলবায়ু সহিষ্ণু ফসলের চাষ
৩. ফেরোমিন ফাঁদের ব্যবহার বৃদ্ধি এবং কীটনাশকমুক্ত সবজি উৎপাদন
৪. মানসম্মত বীজ উৎপাদন এবং সংরক্ষণ
৫. বসতবাড়িতে সবজির বাগান
৬. কম্পোস্ট সার উৎপাদন
৭. ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন
৮. নিরাপদ সবজি এবং ফলের জন্য ফ্রুট ব্যাগিং পদ্ধতি
৯. গ্রীষ্মকালে টমেটো চাষ
১০. গৌরমতি এবং মাল্টা ফলের মিশ্র চাষ


প্রয়াস নার্সারী (বিভিন্ন প্রকার ফল, ফুলের চারা প্রাপ্তি)

ফল জাতীয় গাছ
গৌড়মতি আম, ব্যানানা ম্যাঙ্গো, বারমাসি আম (বারি-১১), কাঁচামিঠি আম (বারি-০৪)
মাল্টা (বারি-০১), রেড লেডি পেঁপে, শাহী পেঁপে, হাইব্রিড পেঁপে, কাগজী লেবু, এলাচি লেবু
বাতাবি লেবু (বারি-০১), আমড়া (বারি-০১), আমড়া (বারি-১১), জলপাই
থাই পেয়ারা (বারি-০৩), থাই পেয়ারা (গুটি), সুপারি, নারিকেল (গ্রীন)
নারিকেল (রাজ), নারিকেল (সোনালী), নারিকেল (ভিয়েতনাম), ড্রাগন ফ্রুট
লটকন, কামরাঙ্গা (টক), কামরাঙ্গা (মিষ্টি)

ফুল জাতীয় গাছ
এ্যাঙ্কার গাঁদা, সুর্যমূখী, নয়নতারা, গোলাপ মিরান্ডা, গোলাপ কাল

ঔষধি গাছ
পাঁথর কুঁচি ,ঘিৎ কুমারি, গাইনূড়া, ঝুট মূল, হাঁড় জুড়া, লাল গাছ

জৈব সার উৎপাদন ও বিক্রয়
- ভার্মি কম্পোস্ট সার

মৎস্য কর্মসূচি (প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তি)

মৎস্য কর্মসূচির মাধ্যমে প্রয়াস নিম্ন লিখিত সেবা কার্যক্রম পরিচালনা করছে-
ক. পুকুর পাড়ে বাগানতৈরী ও কার্প-মোলা মাছ চাষ;
খ. পুকুরে সবজি বাগান করে কার্প-তেলাপিয়া মাছ চাষ;
গ. কার্প ভিয়েতনাম/থাই/পুকুরে সবজি বাগানকরণে স্থানীয় মাছ চাষ;
ঘ. পুকুরে উদ্ভিজ্জ বাগান চাষে কার্প-দেশীয় কৈ মাছ চাষ;
ঙ. পুকুরে কার্প জাতীয় মাছ বৃদ্ধিকরণ/ মোটাতাজাকরণ এবং সবজির বাগান;
চ. ভাসমান খাঁচাতে মোনো-সেক্স তেলাপিয়া মাছ চাষ করা;
ছ. কুচিয়া বৃদ্ধিকরণ/ মোটাতাজাকরণ;
জ. বান/ঈল জাতীয় এবং কার্প জাতীয় মাছের চাষ;
ঝ. বিভিন্ন রাক্ষুসে প্রজাতির মাছ চাষ করা;
ঞ. পুকুর পাড় সবুজায়ন করা।


আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি- ক্ষুদ্রঋণ (আর্থ-সামাজিক উন্নয়নে সঞ্চয় গঠন ও ঋণ প্রাপ্তি)

এই কার্যক্রেমর মাধ্যমে যেসব সেবা প্রদান করা হয়: ১) সঞ্চয় দল গঠন ও সঞ্চয় কার্যক্রম
২) আয় বৃদ্ধি ও কর্মসংস্থানমূলক কাজে আর্থিক ও কারিগরী সহায়তা
৩) ব্যবসার সম্প্রসারণে ঋণ প্রদান
৪) কৃষি উপকরণ ক্রয়, নতুন ব্যবসার জন্য আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান
৫) গরু, ছাগল, টার্কি, মুরগী, কুচিয়া ও অন্যান্য মৎস ইত্যাদি চাষে ‍আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান
৬) আয় বৃদ্ধিমূলক খাতে প্রশিক্ষণ
৭) সবজি চাষে প্রশিক্ষণ প্রদান ও ঋণ প্রদান
৮) ভিক্ষুক পুনর্বাসন
৯) কৃষিতে নতুন প্রযুক্তির প্রসার

স্বাস্থ্য সেবা কর্মসূচি (স্বল্প মূল্যে/বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি)

- এমবিবিএস ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান;
- স্বাস্থ্য সহকারী কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান
- ডায়াবেটিস পরীক্ষা
- স্বাস্থ্য বিষয়ক আলোচনা
- ক্রিমিনাশক ঔষধ বিতরণ
- চক্ষু পরীক্ষা
- চোখের ছানি অপারেশন
- স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ
- রক্ষ পরীক্ষা
- এক্সরে


প্রাণিসম্পদ কর্মসূচি

প্রাণিসম্পদ কর্মসূচির মাধ্যমে প্রয়াস মাঠ পর্যায়ের খামারীদের নিম্নলিখিত সেবা প্রদান করছে-
১. লেয়ার মুরগির খামার
২. গরু পালন
৩. ছাগল পালন
৪. গরু মোটাতাজাকরণ
৫. টার্কি পালন
৬. ভেড়া পালন 

NGO সমূহ